ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। জগদীপ ধনকড়ের ইস্তফার পর এবার ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৭ আগস্ট জারি হবে নির্বাচনের বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট, স্ক্রুটিনি ২২ আগস্ট এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট।
নির্বাচনের দিন, অর্থাৎ ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সংসদের দুই কক্ষের সদস্যরা।
প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে হঠাৎই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো চিঠিতে তিনি বলেন, শারীরিক কারণে চিকিৎসকদের পরামর্শ মেনে পদ ছাড়ছেন তিনি। সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দেন তিনি।
উপরাষ্ট্রপতির পদ ফাঁকা হলে ৬ মাসের মধ্যে নির্বাচন হওয়া বাধ্যতামূলক। দেশের ইতিহাসে এটিই তৃতীয়বার, যখন নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। আপাতত ডেপুটি চেয়ারম্যান হরিবংশ রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন।