প্রথম পাতা খবর ‘রাজনীতির কথা কেন বলছেন’? শ্যামবাজার মোড়ে বামেদের অবস্থানে চিৎকার মহিলার

‘রাজনীতির কথা কেন বলছেন’? শ্যামবাজার মোড়ে বামেদের অবস্থানে চিৎকার মহিলার

308 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে সিপিএম। আরজি করের দিকে যেতে চলে পুলিশ মিছিল আটকে দেয়। সেখানেই অবস্থান শুরু হয়। এরই মধ্যে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যখন ম্যাটাডোরের উপর দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন, তখন নেতাজি মূর্তির নীচে দাঁড়িয়ে থাকা সাদা-কালো ডোরাকাটা টিশার্ট পরা এক মহিলা আচমকা চিৎকার করতে শুরু করেন। তাঁর এ ধরনের প্রতিবাদ সভার পরিবেশকে উত্তপ্ত করে তোলে।

মহিলার অভিযোগের প্রেক্ষিতে সিপিএমের মহিলা কর্মীরা তৎপর হয়ে ওঠেন। তাঁদের মধ্যে কিছু সদস্য ওই মহিলাকে চুপ করতে বলেন এবং কিছু পুরুষ কর্মী তাঁর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, ‘‘আপনাকে কি আরএসএস অথবা তৃণমূল পাঠিয়েছে?’’

এর পর, সিপিএমের মহিলা কর্মীরা মহিলাকে সভাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে টেনে নিয়ে, মহিলা কর্মীদের একটি দল তাঁকে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউয়ের দিকে নিয়ে যায়। সেখানে, সিপিএমের রাজ্য কমিটির সদস্য মধুজা সেন রায়ও উপস্থিত ছিলেন। মহিলার ধারাবাহিক প্রতিবাদ এবং অভিযোগের বিষয়ে, সিপিএম নেত্রী প্রিয়াঙ্কা কাঞ্জিলাল দাবি করেন যে মহিলা অসংলগ্ন আচরণ করছিলেন এবং তাই তাঁকে পুলিশের হতে হয়েছে। কী বলেছিলেন ওই মহিলা?

ওই মহিলা বলেন, ‘‘আপনারা রাজনীতির কথা কেন বলছেন? ধর্ষণের বিচারের কথা বলুন! একে-অন্যকে দোষারোপ করছেন!’’ তিনি আরো বলেন,  ‘‘আপনারা দাবি করছেন… আইন হচ্ছে না। মমতা মোদীকে বলছেন। মোদী মমতাকে বলছেন। ধর্ষণের বিষয়ে কী হবে?’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.