কলকাতা: শনিবার সকাল থেকে নির্বাচন কমিশনের অন্দরে বেজেই চলেছে একাধিক ফোন। কন্ট্রোল রুমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে অভিযোগ। সর্বশেষ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে নিহত ১৩ জন।
শনিবার বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। তবে অশান্তির বহর অনেকটাই বেশি বলে সরব বিরোধীরা। ভোটের দিন একের পর এক মৃত্যু এবং সংঘর্ষের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে বড়োসড়ো প্রশ্ন তুলে দিলেন মন্ত্রী ব্রাত্য বসু।
মাঝরাত থেকেই নির্বাচনকে কেন্দ্র করে যে ক’জনের মৃত্যু হয়েছে, তাঁদের বেশির ভাগই তৃণমূল কর্মী। সেই প্রসঙ্গ টেনেই সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের মন্ত্রী ব্রাত্যর প্রশ্ন, “টিএমসি কি টিএমসি-কে খুন করতে চাইবে?”
একটি রিপোর্ট অনুযায়ী, মাঝরাত থেকে পশ্চিমবঙ্গে নিহতদের মধ্যে বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস এবং আইএসএফ-এর একজন করে কর্মী-সহ রয়েছেন অন্ততপক্ষে আটজন তৃণমূলকর্মী। নিহত আরেক ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।