কলকাতা: কার্তিকের শেষে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিন তাপমাত্রা স্থিতিশীল থাকলেও, ধীরে ধীরে শীতের আমেজ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তুরে হাওয়ার প্রবাহ বাড়বে। এই পরিবর্তনের ফলে রাজ্যজুড়ে রাতের দিকে শীতল আবহাওয়া অনুভূত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের প্রকৃত আমেজ ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে। তখন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতল হাওয়া বইতে শুরু করেছে। পর্যটকদের জন্য দার্জিলিং এবং সিকিমের মতো পাহাড়ি অঞ্চলে এই সময়টি বেশ মনোরম। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাসিন্দারা সপ্তাহান্তে রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করার সঙ্গে সঙ্গে শীতের প্রথম অনুভূতি পেতে চলেছেন।দার্জিলিংয়ে এই মুহূর্তে রাতের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আরও নামতে পারে পারদ।