প্রথম পাতা খবর আপাতত বরখাস্ত ফেডারেশন প্রধান, কেন্দ্রের আশ্বাসে ধর্না তুললেন প্রতিবাদী কুস্তিগিররা

আপাতত বরখাস্ত ফেডারেশন প্রধান, কেন্দ্রের আশ্বাসে ধর্না তুললেন প্রতিবাদী কুস্তিগিররা

230 views
A+A-
Reset

আপাতত বিক্ষোভ তুলে নিলেন কুস্তিগিররা। ভারতের রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন সিনিয়র কুস্তিগিররা। ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন অলিম্পিয়ান বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সরিতা মোর-সহ অনেকে।

একাধিক কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিবাদী কুস্তিগিররা। ভিনেশ ফোগাট বলেছিলেন, “কোচরা মহিলাদের যৌন হয়রানি করছেন। ফেডারেশনের কিছু প্রিয় কোচ মহিলা কুস্তিগিরদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারা মেয়েদের যৌন হয়রানি করেন। ফেডারেশন সভাপতি অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।” তাঁদের দাবি, অবিলম্বে ডব্লিউএফআই-এর সভাপতিকে বরখাস্ত করতে হবে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর ভিনেশ, পুনিয়ারা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত বিক্ষোভ প্রত্যাহার করবেন তাঁরা। মন্ত্রী জানিয়েছেন, যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন ফেডারেশনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্রিজভূষণকে। মন্ত্রীর এই আশ্বাস পাওয়ার পরেই নিজেদের বিক্ষোভ আপাতত তুলে নেন কুস্তিগিররা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.