আপাতত বরখাস্ত ফেডারেশন প্রধান, কেন্দ্রের আশ্বাসে ধর্না তুললেন প্রতিবাদী কুস্তিগিররা

আপাতত বিক্ষোভ তুলে নিলেন কুস্তিগিররা। ভারতের রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন সিনিয়র কুস্তিগিররা। ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন অলিম্পিয়ান বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সরিতা মোর-সহ অনেকে।

একাধিক কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিবাদী কুস্তিগিররা। ভিনেশ ফোগাট বলেছিলেন, “কোচরা মহিলাদের যৌন হয়রানি করছেন। ফেডারেশনের কিছু প্রিয় কোচ মহিলা কুস্তিগিরদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারা মেয়েদের যৌন হয়রানি করেন। ফেডারেশন সভাপতি অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।” তাঁদের দাবি, অবিলম্বে ডব্লিউএফআই-এর সভাপতিকে বরখাস্ত করতে হবে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর ভিনেশ, পুনিয়ারা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত বিক্ষোভ প্রত্যাহার করবেন তাঁরা। মন্ত্রী জানিয়েছেন, যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন ফেডারেশনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্রিজভূষণকে। মন্ত্রীর এই আশ্বাস পাওয়ার পরেই নিজেদের বিক্ষোভ আপাতত তুলে নেন কুস্তিগিররা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক