কলকাতা: শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ে উপচে পড়া ট্রেন থেকে পড়ে গিয়ে শিয়ালদহ মেন শাখায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ আলি হাসান আনসারি (২২)। তিনি টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা।
ট্রেনের যাত্রীদের বক্তব্য, ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল। টিটাগড় স্টেশন থেকে আনসারি ট্রেনে ওঠে। ভিতরে ঢুকতে পারেনি, তাই বাইরেই ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন। আচমকা টিটাগড় আর খড়দা স্টেশনের মাঝে কুষ্ঠ হাসপাতালের সামনে পোস্টে ধাক্কা লেগে তিনি পড়ে যান।
গুরুতর জখম অবস্থায় তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আনসারিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে বি এন বোস হাসপাতালের বিরুদ্ধে। তাঁর পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ চিকিৎসা হয়নি বলেই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে তাণ্ডব চালায় এদিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। বি এন বসু হাসপাতালের সুপার ডঃ অমিতাভ ভট্টাচার্য হাসপাতালের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।