শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক যুবকের মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। মৃত যুবকের নাম অচিন্ত্য মজুমদার, বয়স ২০, ইসলামপুরের দাড়িভিটের কালিনগর এলাকার বাসিন্দা।
শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। প্রায় তিন বছর ধরে কদমবস্তির এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অচিন্ত্যের। তবে, গত ছ’মাস ধরে ওই তরুণী অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, যা নিয়ে তাঁদের মধ্যে অশান্তি চলছিল।
অভিযোগ, গত মঙ্গলবার অচিন্ত্য এবং তরুণীর বর্তমান প্রেমিক অলোক বালাকে তরুণীর মা তাঁদের বাড়িতে ডেকে পাঠান এবং অচিন্ত্যকে মেয়ের জীবন থেকে সরে যেতে বলেন। এতে তাঁদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা বাঁধে। অভিযোগ অনুযায়ী, অচিন্ত্যকে মারধরও করা হয়। অপমান সইতে না পেরে অচিন্ত্য বাড়ি ফিরে বিষ পান করেন বলে তাঁর পরিবারের দাবি।
তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে অচিন্ত্যের মৃত্যু হয়।অচিন্ত্যের মৃত্যুর পর ক্ষুব্ধ পরিবার ও প্রতিবেশীরা তরুণীর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে এবং তরুণীর মা ও তার পরিবারের গ্রেপ্তারির দাবি জানায়। পরিস্থিতি সামলাতে পুলিশ এসে তরুণী এবং তাঁর মাকে আটক করে। পরবর্তীতে তরুণীর মাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ছেলের মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন অচিন্ত্যের মা সবিতা মজুমদার। তিনি বলেন, “মেয়েদের জন্য রাস্তায় প্রতিবাদ হলে, ছেলের জন্য কেন হবে না?”