প্রথম পাতা খবর জমি দখলে বাধা দেওয়ায় বসিরহাটে যুব তৃণমূল নেতার বাড়িতে ঢুকে হামলা

জমি দখলে বাধা দেওয়ায় বসিরহাটে যুব তৃণমূল নেতার বাড়িতে ঢুকে হামলা

227 views
A+A-
Reset

বসিরহাটের বাঁশঝাড়ি এলাকায় যুব তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লার ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে তাঁকে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। হামলার পর আতঙ্ক ছড়াতে ৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী দল।

আক্রান্ত নেতার অভিযোগ, কিছুদিন আগেই বাঁশঝাড়ি এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলছিল। তিনি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে গিয়ে প্রতিবাদ করেন। এরপরই বৃহস্পতিবার রাতে ১০-১২ জন দুষ্কৃতী দল তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, আব্দুল-সহ তাঁর মা, স্ত্রী ও ৬ বছরের সন্তানকেও বেধড়ক মারধর করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আব্দুলকে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। স্থানীয়দের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে কড়া শাস্তি দিতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.