মিজোরামে নিজস্ব সরকার গঠন করতে যাচ্ছে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)। সোমবার ভোট গণনা যত এগিয়েছে ততই নিশ্চয়তা বেড়েছে ছয় দলের জোট জেডপিএমের।
শেষ পাওয়া খবর অনুযায়ী, জিতে যাওয়া এবং এগিয়ে থাকার নিরিখে জেডপিএমের দখলে ২৭টি আসন। এমএনএফের দখলে ১০টি আসন, বিজেপির দখলে ২টি আসন এবং কংগ্রেসের দখলে মাত্র একটি আসন।
জেডপিএমের মূল লড়াই হয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফের বিরুদ্ধে। অন্য দিকে, দুই জাতীয় দল – বিজেপি এবং কংগ্রেস দক্ষিণ মিজোরামেই সীমিত থাকল। বিজেপি মিজোরামে ৫.০৫ শতাংশ ভোট পেয়েছে এবারে। এদিকে কংগ্রেস সেই রাজ্যে ভোট পেয়েছে ২০.৭৫ শতাংশ। যেখানে, জেডপিএম-এর ভোটের হার ৩৭.৮৬ শতাংশ। এমএনএফ পেয়েছে ৩৫.১০ শতাংশ।
দলের জয় স্পষ্ট হতেই মুখ খুলেছেন জেডপিএম নেতা তথা মিজোরামের সম্ভাব্য মুখ্যমন্ত্রী লালডুহোমা। তিনি জানিয়েছেন, আগামিকাল কিংবা তার পরে কোনও দিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানাবেন তাঁরা। চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি।