হাওড়া: শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ‘জয় শ্রী রাম’ স্লোগান। এর পর আর মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশেই একটি চেয়ারে বসে পড়তে দেখা যায় তাঁকে।
এ দিন হাওড়া স্টেশনে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধনে মমতা উপস্থিত হওয়ার পরেই প্ল্যাটফর্মে উপস্থিত দর্শকদের একাংশের বিরুদ্ধে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লোগান দেওয়া জনতাকে থামানোর চেষ্টা করেন। রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরাও অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। এরপর মমতাকে হাত জোড় করে মঞ্চে ওঠার জন্য অনুরোধ করতে দেখা যায় রেলমন্ত্রীকে। কিন্তু মমতা সাফ জানিয়ে দেন, তিনি মঞ্চে উঠবেন না।
মঞ্চের নীচেই সবুজ পতাকা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শেষমেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুরোধে বক্তব্য রাখতে রাজি হন মমতা। সেখান থেকেই বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশও করেন মমতা।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠানেও মমতার সামনে জয় শ্রীরাম স্লোগান ওঠার ঘটনা ঘটেছিল। ক্ষোভে সেদিন বক্তৃতা থামিয়ে দিয়েছিলেন তিনি। এ বার মঞ্চে না উঠলেও বক্তৃতা করলেন মুখ্যমন্ত্রী।