ডেস্ক: ৪০ বছরের শাপমুক্তি!রেলওয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার যুবভারতীতে ৪০ হাজার দর্শকের সামনে রেলওয়েকে ১-০ গোলে হারিয়ে দিল সাদা-কালো ব্রিগেড। স্বভাবতই আরও একবার উন্মাদনা ফিরল কলকাতার তৃতীয় প্রধানের ঘরে। এই নিয়ে ১২’বার কলকাতা লিগ জিতল মহামেডান।
এদিন শুরু থেকেই দলের তিন সেরা অস্ত্র মার্কাস, আজহারউদ্দিন এবং ফৈয়াজকে নামিয়েছিলেন মহামেডান কোচ। আর এই তিন অস্ত্রের ছন্দময় সমন্বয়েই একেবারে শুরু থেকে মারকাটারি ভঙ্গিতে খেলা শুরু করে সাদা-কালো শিবির। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল তুলে নেন মার্কাস জোসেফ। গোটা ম্যাচে এই একটি মাত্রই গোল হয়েছে। জোসেফের গোলের পর মহমেডানও আর গোলের মুখ খুলতে পারেনি। ভাল খেলেও গোল করতে পারেনি রেলও। খেলার ফল ১-০।
আরও পড়ুন: ICC-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষবার সাদা-কালো ব্রিগেড কলকাতা লিগ জিতেছিল ১৯৮১ সালে। তারপর প্রায় ৪০ বছরের অপেক্ষা। কলকাতার বাকি দুই প্রধান যেখানে আইএসএলে খেলা শুরু করেছে, সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছে মহামেডান। কলকাতার তৃতীয় প্রধানের জায়গাটায় যেন বড়সড় শূন্যতা তৈরি হয়েছিল। তবে এই কলকাতা লিগ জয়ের জন্য সাদা-কালো বাহিনী যেন জীবন ফিরে পেল।