প্রথম পাতা খেলা অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেমিফাইনালে যেতে পারে আফগানিস্তান, জানুন কীভাবে

অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেমিফাইনালে যেতে পারে আফগানিস্তান, জানুন কীভাবে

507 views
A+A-
Reset

মঙ্গলবার হৃদয় ভেঙে গেছে আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের। গ্লেন ম্যাক্সওয়েল (২০১*) ডাবল সেঞ্চুরি করে আফগানিস্তানের আশা ভঙ্গ করেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হারতে হয়েছে আফগানিস্তানকে। তবে এখনও পর্যন্ত সেমিফাইনালে যাওয়ার সামান্য হলেও সুযোগ রয়েছে আফগানদের সামনে।

উল্লেখযোগ্য ভাবে, হাশমতুল্লাহ শাহিদির নেতৃত্বে আফগানিস্তান গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের খুব কাছাকাছি ছিল। অস্ট্রেলিয়াকে ২৯২ রানের টার্গেট দিয়েছিল তারা। অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানে সাত উইকেট হারিয়ে ফেলে। কিন্তু তারপর গ্লেন ম্যাক্সওয়েল পুরো ম্যাচের গতিপথ পাল্টে দেন।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের এখনো সেমিফাইনালে ওঠার সুযোগ আছে। এর পরে অমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানকে ম্যাচ খেলতে হবে। এই ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে। এ ছাড়া আফগানিস্তানকেও সেমিফাইনালে উঠতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওপর নির্ভর করতে হবে।

নিউজিল্যান্ড ও পাকিস্তান তাদের শেষ লিগের ম্যাচে হারলে আফগানিস্তান শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে। নিউজিল্যান্ডকে তাদের শেষ ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে আর পাকিস্তানকে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। ফলে, এই দু’টি ম্যাচের ফলাফলের উপরেও নির্ভর করছে আফগানিস্তানের ভাগ্য!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.