প্রথম পাতা খেলা বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে বড়়ো চমক! মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে বড়়ো চমক! মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং

520 views
A+A-
Reset

শনিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে অরিজিৎ সিং, সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবন পারফরম্যান্স করবেন।

ভারত-পাকিস্তান ম্যাচের জ্বরে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেট বিশ্বকাপে ১২ নম্বর ম্যাচে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে।

তার আগে বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, ‘বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ একটি স্পেশাল পারফরম্যান্স দিয়ে শুরু হবে! একটা অভূতপূর্ব মিউজিক্যাল ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করুন। বিশ্বের সবথেকে বড় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অরিজিৎ সিং স্পেশাল পারফরম্যান্স করতে চলেছেন। এই প্রাক-ম্যাচ অনুষ্ঠানে আপনাদের সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।’

জানানো হয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টায় অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স শুরু হবে। তবে শুধুমাত্র অরিজিৎ সিং নয়, এই অনুষ্ঠানে গান গাইবেন সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.