প্রথম পাতা খেলা এশিয়া কাপে কাজাখস্তানকে ১৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত, হ্যাটট্রিক অভিষেক-সুখজিৎ-যুগরাজের

এশিয়া কাপে কাজাখস্তানকে ১৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত, হ্যাটট্রিক অভিষেক-সুখজিৎ-যুগরাজের

161 views
A+A-
Reset

এশিয়া কাপে সোমবার কার্যত একতরফা লড়াইয়ে কাজাখস্তানকে ১৫-০ গোলে হারাল ভারত। ইতিমধ্যেই সুপার ফোর নিশ্চিত হয়ে গিয়েছিল, তাই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবু অভিষেক-সুখজিৎ-যুগরাজদের ঝলকে প্রতিপক্ষকে উড়িয়ে দিল মেন ইন ব্লু।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন অভিষেক, সুখজিৎ সিংহ ও যুগরাজ সিংহ। চারটি গোল করেছেন অভিষেক। জোড়া গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। গোল পেয়েছেন দিলপ্রীত, অমিত রোহিদাস, রাজিন্দর সিংহ এবং সঞ্জয় সিংহও।

ম্যাচের ঝলক

  • ৫ মিনিটে প্রথম গোল করেন অভিষেক। পরপর তিনটি গোল করে মাত্র ২০ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
  • ১৫ মিনিটে প্রথম গোল সুখজিতের। পরে মাঝমাঠ থেকে দারুণ একক প্রচেষ্টায় দ্বিতীয় এবং বিবেকের পাস থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
  • যুগরাজ সিংহ পেনাল্টি কর্নার থেকে তিনটি গোল করেন, এর মধ্যে বিরতির পর দুটি।
  • হরমনপ্রীত সিংহ পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন।
  • সঞ্জয় সিংহ, দিলপ্রীত ও অমিত রোহিদাসও স্কোরশিটে নাম লেখান।

বিরতিতে ভারত এগিয়ে ছিল ৭-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরও আটটি গোল যোগ হয় স্কোরলাইনে। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ভারত যেখানে সপ্তম, সেখানে কাজাখস্তান ৮১তম স্থানে। দুই দলের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায় প্রথম থেকেই।

ভারতের সামনে এখন আরও কঠিন প্রতিপক্ষ, তবে এই জয়ে দলের আত্মবিশ্বাস আকাশছোঁয়া। সুপার ফোরে আরও শক্তিশালী পারফরম্যান্সের আশা রাখছে কোচিং স্টাফ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.