এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে পরাস্ত করল ভারত। এই ম্যাচে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান, অন্য দিকে ভারত সেমিফাইনাল খেলবে জাপানের বিরুদ্ধে।
আক্রমণ ও রক্ষণে সঠিক ভারসাম্য দেখিয়ে জিতলেন হরমনপ্রীতরা। তবে গোলের সংখ্যা আরও বাড়তে পারত, কয়েকটি সুযোগ মিস করে ভারত। তবে শেষমেশ, চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে ভারত।
India outshines Pakistan, seizing a spectacular 4-0 victory and marching confidently into the semifinals!💙
অধিনায়ক হরমনপ্রীত সিং দু’টি গোল করেন, দুটো গোলই পেনাল্টি কর্নার থেকে। জুগরাজ সিংও তৃতীয় কোয়ার্টারে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরশিটে নিজের নাম তুলে ফেলেন। আকাশদীপ সিং শেষ কোয়ার্টারে মনদীপের একটি বল টোকা দিয়ে কফিনে শেষ পেরেক ঠুকে দেন।