প্রথম পাতা খেলা এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে আরেকটি সোনা, তীরন্দাজিতে পদক আনলেন মেয়েরা

এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে আরেকটি সোনা, তীরন্দাজিতে পদক আনলেন মেয়েরা

381 views
A+A-
Reset

বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতলেন ভারতের মেয়েরা। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরণীত কৌর।

ফাইনালে ভারত ও চাইনিজ তাইপেইয়ের মধ্যে হল হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। এই নিয়ে এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা।

এ ছাড়াও এ দিন ভারতীয় শাটলার এইচএস প্রণয় কঠিন লড়াইয়ে মালয়েশিয়ার লি জি জিয়াকে ২-১ পয়েন্টে পরাজিত করে পুরুষদের একক সেমিফাইনালে প্রবেশ করেছেন। প্রণয় ২১-১৬, ২১-২৩ এবং ২২-২০ গেমে পরাজিত করেন জিয়াকে।

১৯তম এশিয়ান গেমসে এটাই ১৯তম সোনা। সবমিলিয়ে ৮২তম পদক এসে গেল ভারতের ঝুলিতে। ভারতের অ্যাথলিটরা যে এ বার একশোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, তাতে সন্দেহ নেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.