471
ধীরে ধীরে এশিয়ান গেমসে একশো পদকের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। বুধবার পর্যন্ত ১৮টি সোনা-সহ মোট পদক সংখ্যা ৮১। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম এক বছরে এতগুলি সোনা জয় করল ভারত।
২০১৮ সালের জাকার্তা এবং পালেমবাং এশিয়ান গেমসে ভারত ১৬টি স্বর্ণপদক জিতেছিল। এ বার সেই রেকর্ড ছুঁয়ে আরও কিছুটা এগিয়ে গিয়েছেন ভারতের সোনা জয়ী ক্রীড়াবিদরা।
বুধবার গেমসের ১১তম দিনে ভারতের ঝুলিতে তিনটি সোনা-সহ ১২টি পদক। মোট পদকের সংখ্যা ৮১টি। গেমসের বাকি এখনও তিন দিন। ফলে তিন অঙ্কের পদকসংখ্যা ছুঁয়ে ফেলাই যায়।
বলে রাখা ভালো, চলতি ২০২৩ সালের এশিয়ান গেমসে ১৮টি সোনার পাশাপাশি ৩১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত।