প্রথম পাতা খেলা ২২টি সোনা-সহ ভারতের ঝুলিতে ৯৫ পদক, এশিয়াডে এ বার ১০০ পার?

২২টি সোনা-সহ ভারতের ঝুলিতে ৯৫ পদক, এশিয়াডে এ বার ১০০ পার?

573 views
A+A-
Reset

ধীরে ধীরে এশিয়ান গেমসে একশো পদকের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। শুক্রবার পর্যন্ত ২২টি সোনা-সহ মোট পদক সংখ্যা ৯৫। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম এক বছরে এতগুলি সোনা জয় করল ভারত।

২০১৮ সালের জাকার্তা এবং পালেমবাং এশিয়ান গেমসে ভারত ১৬টি স্বর্ণপদক জিতেছিল। এ বার সেই রেকর্ড ছুঁয়ে আরও কিছুটা এগিয়ে গিয়েছেন ভারতের সোনা জয়ী ক্রীড়াবিদরা।

শুক্রবার ভারতের পদক তালিকায় যোগ হয়েছে আরও একটি সোনা। প্রত্যাশা মতোই সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। ফাইনালে জাপানকে ৫-১ ব্যবধানে হারালেন হরমনপ্রীত সিংহেরা। এ দিন এসেছে দু’টি রুপো। তিরন্দাজির রিকার্ভ বিভাগে পুরুষদের দলগত ইভেন্টের ফাইনালে হেরে যাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় দলকে। আর একটি রুপো এসেছে পুরুষদের দলগত ব্রিজে (তাস)।

পকদ সংখ্যা একশো হতে বাকি আর পাঁচ। তবে পরিস্থিতি বলছে এ বার সেটাও পার হয়ে যেতে পারে। যেমন মহিলাদের হকিতে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থানের জন্য ভারতীয় দল লড়াই করবে জাপানের সঙ্গে। দু’টি পদক আসতে পারে দাবা থেকে। ভারতের পুরুষ এবং মহিলাদের দল শুক্রবার পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। তাই শনিবার পদকের সম্ভাবনা রয়েছে দুই বিভাগেই। এছাড়াও শনিবার ভারতীয়দের দেখা যাবে ক্যানোয়িং, জু জিৎসু, স্পোর্টস ক্লাইম্বিং, রোলার স্পোর্টস, সফট টেনিস, কুস্তির মতো খেলায়। দেশকে পদক দিতে পারেন কুস্তিগিরেরাও। ক্যানোয়িংয়েও পদকের সম্ভাবনা রয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে এ বারের এশিয়ান গেমস থেকে এখনও পর্যন্ত ২৩টি সোনা-সহ ১০২টি পদক নিশ্চিত ভারতের। এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.