এশিয়ান গেমস তীরন্দাজির দলগত বিভাগে সোনা জিতলেন ভারতের ছেলেরা। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিল অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধানের ভারতীয় দল।
বৃহস্পতিবার সকালে কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরণীত কৌররা। তাঁদের সোনার সাফল্যের পরই আবার থেকে ২০তম সোনা জিতেছেন দীপিকা পাল্লিকল ও হরিন্দরপাল সিং। স্কোয়াশের মিক্সড ডাবলসে প্রথম সোনার সাফল্য নিয়ে আলোচনার মধ্যেই দিনের তৃতীয় সোনা অভিষেক ভার্মা, ওজেস ও প্রথমেশের।
প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে যান ভারতের ছেলেরা। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৯-৫৮ পয়েন্টে জিতে যায় দক্ষিণ কোরিয়া। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে প্রথমেশরা। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। ফলে পুরো ৬০ পয়েন্ট আসে ভারতের ঝুলিতে।
শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা। উল্লেখ্য, তিরন্দাজিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া।৫ পয়েন্টের ফারাক নিয়ে ফাইনাল জয় প্রবীণদের দাপটই তুলে ধরছে।
কম্পাউন্ড আর্চারি থেকে এখনও পর্যন্ত ৩টে সোনা এসেছে ভারতের। সবমিলিয়ে ৮৪তম পদক (সোনা-২১, রুপো-৩১ এবং ব্রোঞ্জ-৩২) এসে গেল ভারতের ঝুলিতে। ভারতের অ্যাথলিটরা যে এ বার একশোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, তাতে সন্দেহ নেই।