প্রথম পাতা খেলা শনিবার সকাল সকাল জোড়া পদক! সোনা জ্যোতির, ব্রোঞ্জ আনলেন অদিতি

শনিবার সকাল সকাল জোড়া পদক! সোনা জ্যোতির, ব্রোঞ্জ আনলেন অদিতি

328 views
A+A-
Reset

এশিয়ান গেমস কম্পাউন্ড তীরন্দাজির মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেনাম। তিনি দক্ষিণ কোরিয়ার সো চাওনকে ব্যবধানে পরাজিত করেন।

জ্যোতি ফাইনালে দক্ষিণ কোরিয়ার সো চাওনকে ১৪৯-১৪৫-এর ব্যবধানে পরাজিত করে সোনার পদকের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যেই তিনি মহিলাদের এবং মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন।

ভারতের আরেক তীরন্দাজ অদিতি গোপীচাঁদ স্বামী কম্পাউন্ড তীরন্দাজির মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। ইন্দোনেশিয়ার ফাদলি রাতি জিলিজাতিকে ১৪৬-১৪০ ব্যবধানে পরাজিত করেন তিনি।

এ দিন অদিতি ও জ্যোতির ব্যক্তিগত পদকের সঙ্গেই এ বারের এশিয়ান গেমস তীরন্দাজিতে সপ্তম পদক জয় করল ভারত। এখনও পর্যন্ত মোট ৯৭টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। যেগুলির মধ্যে সোনা ২৩টি, রুপো ৩৪ এবং ব্রোঞ্জ ৪০টি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.