কলকাতা: আইএসএলের প্লে-অফে খেলা নিশ্চিত করল মোহনবাগান। শনিবার যুবভারতীতে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এলেন বুমোস, পেত্রাতোসরা। জয়ের ফলে ডার্বির আগে স্বস্তি ফিরল সবুজ-মেরুন শিবিরে।
নক-আউটের টিকিট নিশ্চিত করতে লিগের বাকি দু’টো ম্যাচের মধ্যে একটি জিততেই হতো মোহনবাগানকে। যদিও শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করে শনিবারই প্রথম ছয়ে জায়গা নিশ্চিত করতে চেয়েছিলেন ফেরান্দো। চোট সারিয়ে দলে ফেরা হুগো বোমাস ও কার্ল ম্যাকহাগকে শুরু থেকে খেলান বাগান কোচ।
বাগানের হয়ে জোড়া লক্ষ্যভেদ ম্যাকহাগের। কেরলের একমাত্র গোলটি ডিয়ামানতাকোস দিমিত্রিয়োসের। এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল মোহনবাগান। আর হেরে পাঁচ নম্বরে নামল কেরল।
১৬ মিনিটে কেরলকে এগিয়ে দেন দিমিত্রিয়স। ঘরের মাঠে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি মোহনবাগানের। ২৩ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিক থেকে হেডে জাল কাঁপান কার্ল ম্যাকহাগ। ৭১ মিনিটে ফের গোল করেন তিনি।