প্রথম পাতা খেলা ভারতকে ১০ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

283 views
A+A-
Reset

ভারত: ১১৭/১০ (কোহলি-৩১, স্টার্ক- ৫৩/৫)

অস্ট্রেলিয়া: ১২১/০ (হেড-৫১* ও মার্শ- ৬৬*)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে। একশো ওভারের ম্যাচ শেষ হয়ে গেল ৩৭ ওভারে। ২৩৪ বল বাকি থাকতে জিতে গেল অস্ট্রেলিয়া।

রবিবার বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে অল-আউট হয়ে যায় ভারত। মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়েই সেই রানটা তুলে নেয় অস্ট্রেলিয়া। বিকেলের মধ্যেই শেষ করে দেয় দিনরাতের ম্যাচ। ৬৬ রান করেন মার্শ। যিনি ৩৬ বলে ইনিংসে ছ’টি চার এবং ছ’টি ছক্কা মারেন। অন্যদিকে, ৩০ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ট্র্যাভিস হেড। যিনি কোনও ছক্কা না মারলেও ১০ টি চার মারেন।

স্যাঁতসেতে পরিবেশে প্রথম ওভার থেকেই আঘাত হানেন স্টার্ক। তারপর একে একে তুলে নেন পাঁচটি উইকেট। ২৩ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে ভরেন অ্যাবট। এহেন রান নিয়ে প্রতিপক্ষের সামনে ঢাল হয়ে দাঁড়ানো যে অত্যন্ত কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় পেসার কিংবা স্পিনাররা অজিদের সামনে কোনও বাধাই তৈরি করতে পারলেন না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.