প্রথম পাতা খেলা ৯০ রানে অলআউ‌ট! নেদারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

৯০ রানে অলআউ‌ট! নেদারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

322 views
A+A-
Reset

জয়ের হ্যাটট্রিক করল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে জিতল অজিরা। ৩০৯ রানের মার্জিনে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার। ওডিআই বিশ্বকাপে এর আগে এত রানের ব্যবধানে কোনো দল জেতেনি।

বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেমেছিল অস্ট্রেলিয়া। ডাচদের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরি করেন। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। ডাচদের সামনে পাহাড় প্রমাণ টার্গেট ছিল। যে রানের পাহাড় টপকাতেই পারলেন না বিক্রমজিতরা।

মাত্র ২১ ওভারেই অলআউট হয়ে গেল নেদারল্যান্ড। লক্ষ্য থেকে অনেক অনেক দূরে, মাত্র ৯০ রানেই গুটিয়ে গেল ডাচদের ইনিংস। উল্লেখযোগ্য ভাবে, নেদারল্যান্ডসের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং (২৫)।

এই ম্য়াচে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল একটি দুর্দান্ত রেকর্ড কায়েম করলেন। এই ম্যাচে তিনি মাত্র ৪০ বলে শতরান পূরণ করলেন। ম্যাক্সওয়েলের এই সেঞ্চুরিয়ন ইনিংসে আটটি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি রয়েছে। মাত্র ৪৪ বলে আটটি ছক্কা এবং ৯ বাউন্ডারি হাঁকিয়ে তিনি ১০৬ রান করেন এবং প্যাভিলিয়নে ফিরে যান। এর আগে, এই রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মারক্রামের দখলে ছিল। তিনি ৪৯ বলে শতরান করেছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.