ডেস্ক: নিউজিল্যান্ডকে উড়িয়ে নতুন টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পর এবার টি ২০ বিশ্বকাপ ফাইনাল জয়ের হাতছানি ছিল কেন উইলিয়ামসনদের সামনে। কিন্তু ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ ও এবারের টি ২০ বিশ্বকাপ খেতাব জেতা হল না কিউয়িদের। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বিশ্বজয়ী অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
১৭২ রানের লক্ষ্যমাত্রা ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে যে রান তোলাটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সেই কাজটাই যে খুব সহজেই শুরু করেছিলেন ডেভিডও ওয়ার্নার। নিউজিল্যান্ডের ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৮.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৩ রান তুলে নেয়। ৭ বল বাকি থাতকে ৮ উইকেটে ফাইনাল জিতে টি-২০-র নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৮ রান করে নট-আউট থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের পার্টনারশিপই জয়ের ভিত গড়েছিল অজিদের। ওয়ার্নার দুরন্ত হাফ সেঞ্চুরি করার পর আউট হলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন মার্শ। তাঁকে সঙ্গত দিলেন গ্লেন ম্যাক্সওয়েলও। উল্লেখ্য, অস্ট্রেলিয়া শেষবার আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫ সালে।