প্রথম পাতা খেলা হরমনপ্রীত কউরের নেতৃত্বে আসন্ন কমনওয়েলথ গেমসের দল বেছে নিল বিসিসিআই, রয়েছেন বাংলার মেয়ে রিচা

হরমনপ্রীত কউরের নেতৃত্বে আসন্ন কমনওয়েলথ গেমসের দল বেছে নিল বিসিসিআই, রয়েছেন বাংলার মেয়ে রিচা

381 views
A+A-
Reset

২৮ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। হরমনপ্রীত কউরের নেতৃত্বে আসন্ন কমনওয়েলথ গেমসের দল বেছে নিল বিসিসিআই। আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ।

কমনওয়েলথ গেমসের ভারতীয় মহিলা টি ২০ আন্তর্জাতিক দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকার, মেঘানা সিং, রেনুকা ঠাকুর, জেমাইমা রডরিগেজ, রাধা যাদব, হারলীন দেওল, স্নেহ রানা। স্ট্যান্ডবাই- সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ, পুনম যাদব।

দলে প্রত্যাবর্তন করলেন স্নেহ রানা। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে খেলেননি। চোটের জন্য এই অলরাউন্ডারকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। চোট সারিয়ে দলে ফিরলেন তিনি।

হরমনপ্রীতের দলের প্রথম পছন্দের উইকেটকিপার হিসাবে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। স্টাম্পার হিসাবে রয়েছেন তানিয়া ভাটিয়াও। তানিয়াকে দলে নিয়ে কিছুটা চমকে দিয়েছে নীতু ডেভিডের নির্বাচক কমিটি। মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন বাংলার মেয়ে রিচা ঘোষ।

আরও পড়ুন :

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ কাণ্ডে হাফিজুল মোল্লাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এল

লক্ষ্য বিধানসভা নির্বাচন, ত্রিপুরায় স্থায়ী দলীয় কার্যালয় গড়ল তৃণমূল

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের সাংসদ-বিধায়কদের

আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.