প্রথম পাতা খেলা গুজরাতের বিরুদ্ধে দাপুটে জয় বাংলার, জোড়া সেঞ্চুরি অনুষ্টুপ-সুদীপের

গুজরাতের বিরুদ্ধে দাপুটে জয় বাংলার, জোড়া সেঞ্চুরি অনুষ্টুপ-সুদীপের

587 views
A+A-
Reset

বিসিসিআই পরিচালিত বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে গুজরাতের বিরুদ্ধে রাজকোটে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। নক আউটের এই ম্যাচে একতরফা জয় পেলেন বাংলার ছেলেরা।

রাজকোটে প্রথমে ব্যাট করে গুজরাত তোলে ২৮৩ রান। সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদারের শতরানে বাংলা বিজয় হজারের কোয়ার্টার ফাইনালে উঠল ৪ ওভার বাকি থাকতেই।

তাৎপর্যপূর্ণ ভাবে, ২৮৪ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ৭৭ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলা। সেখান থেকে দলকে জেতালেন সুদীপ এবং অনুষ্টুপ। দু’জনেই শতরান করে অপরাজিত থাকেন। ১৩২ বলে ১১৭ রান করেন সুদীপ। অনুষ্টুপ করেন ১০২ রান। পর পর দু’ম্যাচে শতরান করলেন অনুষ্টুপ।

শেষমেষ ৮ উইকেটে জিতলেন লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। জরাতের মতো শক্তিশালী দলকে রীতিমতো ল্যাজে-গোবরে করে জয় বাংলার। গ্রুপ পর্যায়ে রান রেটে সবার থেকে এগিয়ে থাকলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, তামিলনাড়ুর সঙ্গে পয়েন্ট সমান সমান থাকা সত্ত্বেও রানার্স হয় বাংলা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.