আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল বঙ্গকন্যা সিন্ড্রেলা দাস। টেবিল টেনিসে মহিলাদের অনূর্ধ্ব-১৯ ডবলস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন দক্ষিণ ২৪ পরগনার এই তরুণী। সঙ্গী হিসেবে রয়েছেন মুম্বই-নিবাসী দিব্যাংশী ভৌমিক। এই অসাধারণ কৃতিত্বে বাংলার গর্বে যুক্ত হল নতুন অধ্যায়।
আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার সদ্য প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে থাকা চিনের জুটি পেয়েছে ৩১৯৫ পয়েন্ট, আর তৃতীয় স্থানে থাকা ফরাসি জুটি ৩১৭০ পয়েন্ট।
সিন্ড্রেলা ও দিব্যাংশীর জুটি সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স দিয়েছে। তারা ‘WTT Youth Star Contender’ এবং ‘WTT Youth Contender’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বার্লিন ও লিমা প্রতিযোগিতার সেমিফাইনালেও পৌঁছেছিল।
জাতীয় স্তরেও সমানভাবে উজ্জ্বল সিন্ড্রেলা। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন তিনি এবং বর্তমানে বাহরিনে এশিয়ান ইউথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করছেন।
মুখ্যমন্ত্রীর অভিনন্দন
এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স (Twitter)-এ দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন—“দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন জানাই। কলকাতার ধানুকা ধুনসেরি সৌম্যদীপ-পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী সিন্ড্রেলা ও তার সঙ্গী দিব্যাংশী বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে দারুণ কৃতিত্ব গড়েছে। ভারতীয় জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপেই ও ফ্রান্সের জুটির আগে আছে — যা আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত।”
তিনি আরও লেখেন, “তাদের ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা। আশা করি, আগামী দিনে তারা আরও বহু মাইলফলক তৈরি করবে।”
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার পর সিন্ড্রেলার মা সুস্মিতা দাস এবং দিব্যাংশীর বাবা রাহুল ভৌমিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মুখ্যমন্ত্রীর উৎসাহ আমাদের মেয়েদের আরও অনুপ্রাণিত করবে। এই সাফল্য দেশের টেবিল টেনিসের মান আরও উন্নত করবে।”
বাংলার সিন্ড্রেলা দাসের এই অর্জন শুধু রাজ্যের নয়, গোটা দেশের গর্ব। দুই তরুণীর সাফল্য ভারতীয় টেবিল টেনিসের আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল প্রেরণা হয়ে উঠেছে।
