300
ডেস্ক : টোকিও প্যারালিম্পিকে টেবিল টেনিসের ফাইনালে উঠলেন ভারতে ভাবিনা পটেল। তিনি হারালেন চিনা প্রতিপক্ষ মিয়াও ঝাংকে। এর ফল রুপো জয় নিশ্চিত করলেন ভাবিনা।
বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা চিনা প্রতিপক্ষকে হারাতে বেশ পরিশ্রম করতে হয় ভাবিনাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ৩-২ সেটে প্রতিপক্ষকে হারান।
প্রথম সেটটি ৭-১১ -তে হেরে যান ভাবিনা পটেল। তবে দ্বিতীয় সেট ১১-৭-এ জিতে নেন তিনি। তৃতীয় সেটটি ১১-৪ জিতে নিলেও চতুর্থ সেটে হেরে যান তিনি। শেষ সেটে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে উঠে যান ভাবিনা।
রবিবার তিনি ফাইনালে নামবেন। তাঁর প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা চিনের ইয়িং ঝৌ। তাঁকে ঘিরেই এখন সোনার স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত।