প্রথম পাতা খেলা ব্রাজিল না আর্জেন্তিনা, কার দখলে যাবে কোপা?

ব্রাজিল না আর্জেন্তিনা, কার দখলে যাবে কোপা?

332 views
A+A-
Reset

ডেস্ক : রাত পোহালেই কোপা আমেরিকা কাপে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্তিনা। ১৪ বছর এই টুর্নামেন্টে তারা পরস্পরের বিরুদ্ধে টক্কর নেবে। এই খেলাকে কেন্দ্র করে বাঙালি এখন দ্বিধা-বিভক্ত। পারদ চড়ছে উত্তেজনার।

ক্রীড়া বিশ্লেষকরা বলে থাকেন আর্জেন্তিনার ডিফেন্স বরাবরই দুর্বল। কিন্তু এবারে আর্জেন্তিনা অন্যরকম। কোপা কাপে ক্রিস্টিয়ান রোমেরো, পেজেলা, টাগলিয়াফিকো দারুণ ভাবে ডিফেন্স সামলেছেন।

অন্যদিকে রক্ষণভাগের সঙ্গে আক্রমণ ভাগের সংযোগ করে দিচ্ছেন প্যারেডেসরা। গোলের ক্ষেত্র প্রস্তুত করছে এবং গোল দিচ্ছেন লিওনেল মেসি, লওতারো মার্তিনেজরা। এই ছিল এবারের কোপা কাপে আর্জেন্তিনার পরিস্থিতি।

অন্যদিকে ব্রাজিলের রক্ষণভাগও বেশ শক্তপোক্ত। দু’টি দলই এখনও পর্যন্ত দু’টি করে গোল হজম করেছে।

বড় ম্যাচে বড় খেলোয়াড় থাকলে অনেক কিছু প্রমাণের প্রশ্ন থাকে। দু’দলেই রয়েছে মেসি নেইমারের মতো বড় খেলোয়াড়।

২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেন। তার পর, মেসি আর নেইমার বড় কোন ম্যাচে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হননি। তাই প্রথম এমন একটা পরিস্থিতিতে একের অন্যের মুখোমুখি হচ্ছেন।

২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৯ সালে কোপা আমেরিকার কাপ জিতেছেন নেইমার। পেলের গোল সংখ্যার কাছাকাছিও চলে এসেছেন তিনি।

অন্যদিকে মেসি আর্জেন্তিনার হে অনেক ম্যাচ ভালো খেললেও এখন পর্যন্ত সফলতা পাননি। তাই এই ম্যাচ তাঁর কাছে ফুটবলার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এবারের কোপায় ভালো পারফর্ম করেছেন মেসি। এখন পর্যন্ত চারটি গোল করেছেন, যার মধ্যে দুটি ফ্রিকিক থেকে। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল।

ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাই মানসিক চাপ তো থাকবেই। সেই মানসিক চাপ কাটিয়ে উঠে কে কতটা লড়াই দিতে পারেন সেটা রবিবারের সকাল বলবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.