কলকাতা: মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের হার। ২-১ গোলে জয় মহমেডানের।
ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় মহমেডান স্পোর্টিং। গোল করেন ডেভিড লালহানসাঙ্গা। ৩৮ মিনিটে আরও একটা গোল মহমেডান স্পোর্টিংয়ের। এ বারও ডেভিড লালহানসাঙ্গা। ফলে প্রথমার্ধে ০-২ পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়ানো সহজ হল না ইস্টবেঙ্গলের।
বিরতিতে তিনটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। পরিবর্ত হিসেবে নামেন সৌভিক চক্রবর্তী। তাতেই কিছুটা আক্রণের ধার বাড়ে ইস্টবেঙ্গলের। ৬০ মিনিটে নন্দ কুমারের পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। এর বেশি আর তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি লাল-হলুদ।
অন্য দিকে, দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে খানিকটা সময় কিছুটা অগোছালো দেখাচ্ছিল সাদা কালো ব্রিগেডকে। এমনকী, শেষ দিকে সময় নষ্টের খেলায় নামে মহমেডান স্পোর্টিং। বার বার তাদের প্লেয়ারর মাঠে পড়ে যাচ্ছিলেন।
উল্লেখযোগ্য ভাবে, ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগের শিরোপা জয়ের অনেকটা কাছে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্টে তারা। সেখানে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চাপেই থাকল। কারণ এক ম্যাচ কম খেললেও, মহামেডানের সঙ্গে তাদের কিন্তু পাঁচ পয়েন্টের পার্থক্য এখন। দু’দলই যদি এর পর সব ম্যাচও জেতে, তাতেও এগিয়ে থাকবে সাদা-কালো বাহিনীই।