চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্সকে। চিপকের স্পিন সহায়ক উইকেটে চেন্নাইয়ের স্পিনারদের দাপটে মুম্বই থেমে যায় ১৫৫ রানে। আফগান স্পিনার নুর আহমেদ ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন। খলিল আহমেদ প্রথম ওভারে রোহিত শর্মাকে ফেরানোর পাশাপাশি মোট ৩ উইকেট তুলে নেন। রবিচন্দ্রন অশ্বিন ও নাথান এলিস একটি করে উইকেট পান।
মুম্বইয়ের হয়ে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সূর্যকুমার যাদব (২৬ বলে ২৯) কিছুটা চেষ্টা করলেও মহেন্দ্র সিংহ ধোনির বিদ্যুৎগতির স্টাম্পিংয়ে বিদায় নেন। তরুণ স্পিনার ভিগ্নেশ পুথুর মুম্বইয়ের হয়ে অভিষেক ম্যাচেই ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন।
রুতুরাজ গায়কোয়াড় (৫৩) ও রাচিন রবীন্দ্র (৩১) দায়িত্বশীল ব্যাটিং করেন। ম্যাচের শেষদিকে রাচিন রান আউট হলে ব্যাট করতে নামেন ধোনি, যদিও তিনি রান পাননি। শেষ পর্যন্ত রবীন্দ্র জাডেজা (১৭*) ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।