প্রথম পাতা খেলা হায়দরাবাদের কাছে হেরে কার্যত প্লে অফের রাস্তা বন্ধ হল ধোনির চেন্নাইয়ের

হায়দরাবাদের কাছে হেরে কার্যত প্লে অফের রাস্তা বন্ধ হল ধোনির চেন্নাইয়ের

269 views
A+A-
Reset

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। এই প্রথম চিপকের মাঠে জয় পেল তারা। অন্যদিকে প্লে-অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দলের জন্য।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। দিনের প্রথম বলেই উইকেট তোলেন মহম্মদ শামি, কিন্তু এরপর হায়দরাবাদের হয়ে বাজিমাত করেন হর্ষল প্যাটেল। চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে চেন্নাইকে মাত্র ১৫৪ রানে আটকে দেন তিনি।

চেন্নাইয়ের হয়ে কিছুটা লড়াই দেন দুই ‘বদলি’ ক্রিকেটার—১৭ বছরের আয়ুষ মাত্রে (৩০ রান) ও ‘বেবি এবি’ ডেওয়াল্ড ব্রেভিস (৪২ রান)। কিন্তু ধোনি রান পাননি (৬)।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদের ইনিংসও টালমাটাল ছিল। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ব্যর্থ। তবে ঈশান কিষান (৪৪) ও কামিন্দু মেন্ডিস-নীতীশ রেড্ডির সংযমে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।

চেন্নাইয়ের বোলিংয়ে মাহিশা পাথিরানার ১৭তম ওভারের খরুচে স্পেল (১৫ রান, ২ ওয়াইড) ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.