299
হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বীরভূমের রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে বেলা সাড়ে বারোটা নাগাদ রামপুরহাটে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট হেলিপ্যাডে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার।
জানা যাচ্ছে রামপুরহাটে নেমে প্রথমে সার্কিট হাউসে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন পুলিশের ডিজি ও বীরভূমের এসপি। সেখানে গোটা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।
এরপর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী বলেও জানা গিয়েছে। ঘটনাস্থল ঘুরে দেখার পর হাসপাতলে চিকিৎসাধীন আহতদের দেখার জন্যও হাসপাতালে যাওয়ার কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর।