ডুরান্ড কাপ ফাইনালে ডায়মন্ড হারবারের রূপকথার যাত্রা থেমে গেল যুবভারতীতে। কোয়ার্টারে জামশেদপুর ও সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দিল নর্থইস্ট ইউনাইটেড। ফাইনালে ৬-১ গোলে জিতে টানা দ্বিতীয় বার ট্রফি ঘরে তুলল তারা।
শুরু থেকেই নিজেদের ছন্দে ছিল নর্থইস্ট। আলাদিন আজেরাই ও পার্থিব গগৈদের ঝলকে চাপে পড়ে যায় ডায়মন্ড হারবার। কর্নার থেকে আশির প্রথম গোল করতেই খেলার মোড় ঘুরে যায়। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নর্থইস্ট।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। আলাদিনের পাস থেকে থোই সিংহ তৃতীয় গোল করেন। যদিও কর্নার থেকে জবির হেড মায়েচেনের গায়ে লেগে ডায়মন্ড হারবার ব্যবধান কমায়, তবুও লড়াই জমাতে পারেনি বাংলার দল। শেষ মুহূর্তে জ়াইরো, গাইতান ও আলাদিন গোল করলে ৬-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ।
টানা দুই বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ল নর্থইস্ট। গতবার তারা ফাইনালে হারিয়েছিল মোহনবাগানকে, আর এবার বাংলারই আর এক দল ডায়মন্ড হারবারকে। স্টেডিয়ামের গ্যালারিতে নর্থইস্টের সমর্থকরা উল্লাসে ভাসেন। জন আব্রাহামের মুখে ধরা দিল খুশির চওড়া হাসি।