প্রথম পাতা খেলা প্রথম ম্যাচেই বড়ো ধাক্কা মেসিদের, আর্জেন্টিনাকে হারিয়ে রেকর্ড গড়ল সৌদি আরব

প্রথম ম্যাচেই বড়ো ধাক্কা মেসিদের, আর্জেন্টিনাকে হারিয়ে রেকর্ড গড়ল সৌদি আরব

278 views
A+A-
Reset

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা খেল আর্জেন্টিনা। যাদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল, সেই লিয়োনেল মেসিরা সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেলেন। বিশ্লেষকদের মতে, অঘটনের বিশ্বকাপ যেন শুরু হয়ে গেল মঙ্গলবার, টুর্নামেন্টের তৃতীয় দিনেই।

আজ ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পেনাল্টি থেকে গোল করেন তিনি। এর পর একের পর এক সুযোগ কাজে লাগিয়েও গোল অধরা রয়ে যায় আর্জেন্টিনার। ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিল আর্জেন্টিনা। ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব।

দ্বিতীয়ার্ধে বদলে গেল খেলার ছবি। প্রথম ১০ মিনিটেই জোড়া গোল করে এগিয়ে যায় সৌদি আরব। আর্জেন্টিনার রক্ষণের ভুলে ৪৮ মিনিটের মাথায় গোল করেন সালে আলশেহরি। সমতা ফেরায় সৌদি আরব। প্রথম গোল খাওয়ার পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল খায় আর্জেন্টিনা। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দুরন্ত শটে গোল করেন সালেম আলদাওশারি। ১-২ গোলে পিছিয়ে পড়েন মেসিরা।

উল্লেখযোগ্য ভাবে, ৫৯ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আলেজান্দ্রো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ ও এঞ্জো জেরেমেইসকে নামান তিনি। তাতে আর্জেন্টিনার খেলায় ধার বাড়লেও, গোল হয়নি। শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে নিয়েই মাঠ ছাড়তে হল মেসিদের। অন্য দিকে, ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্যে এই প্রথম কোনো টুর্নামেন্টের একটি ম্য়াচে ২ গোল দিয়ে রেকর্ড গড়ল সৌদি আরব।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.