গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে জয়। দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র। মঙ্গলবার তৃতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে দুর্দান্ত (৩-০) জয়ে ফিরল ইংল্যান্ড। একই সঙ্গে গ্রুপ বি-তে সেরা হয়েই নকআউটে জায়গা করে নিল তারা।
সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলকে, অন্য দিকে, গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে গ্রুপ বি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে। সেই জায়গায় গ্রুপ এ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছে নেদারল্যান্ডস ও সেনেগাল এবং গ্রুপ বি থেকে ইংল্যান্ড এবং আমেরিকা।
শেষ ষোলোয় ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার, আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সেনেগাল। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে সেই খেলা।
গ্রুপ বি-র অন্য ম্যাচে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল। ম্য়াচের ৩৮ মিনিটে এক মাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। শেষ অবধি এই গোলেই নকআউট নিশ্চিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। ২০১৪ সালের বিশ্বকাপের পর ফের নকআউটে আমেরিকা।
৩ ডিসেম্বর, শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে। প্রথম ম্যাচেই খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে আমেরিকা। ভারতীয় সময় সন্ধ্যা ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা।