প্রথম পাতা খেলা আজ শুরু বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’, দেখে নিন ক্রীড়াসূচি

আজ শুরু বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’, দেখে নিন ক্রীড়াসূচি

375 views
A+A-
Reset

ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)-এর শেষ ১৬ বা ‘রাউন্ড অফ ১৬’-এর খেলা শুরু হচ্ছে শনিবার (৩ ডিসেম্বর)। এক নজরে দেখে নিন কোন দেশের বিপক্ষে কোন দেশ খেলতে নামছে কখন?

শনিবার, ৩ ডিসেম্বর: নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (রাত সাড়ে ৮টা)/ আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া (রাত সাড়ে ১২টা)

রবিবার, ৪ ডিসেম্বর: ফ্রান্স বনাম পোল্যান্ড (রাত সাড়ে ৮টা)/ ইংল্যান্ড বনাম সেনেগাল (রাত সাড়ে ১২টা)

সোমবার, ৫ ডিসেম্বর: জাপান বনাম ক্রোয়েশিয়া (রাত সাড়ে ৮টা)/ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া (রাত সাড়ে ১২টা)

মঙ্গলবার ৬ ডিসেম্বর: মরক্কো বনাম স্পেন (রাত সাড়ে ৮টা)/ পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড (রাত সাড়ে ১২টা)

উল্লিখিত সময় ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। প্রসঙ্গত, এর পর কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৯ ডিসেম্বর, শুক্রবার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.