প্রথম পাতা খেলা অভিষেক ম্যাচে হ্যাটট্রিক, নতুন নায়ক পেল পর্তুগাল

অভিষেক ম্যাচে হ্যাটট্রিক, নতুন নায়ক পেল পর্তুগাল

334 views
A+A-
Reset

কাতার: বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলেন পর্তুগালের গনসালো রামোসক। এ বারের বিশ্বকাপের এটাই প্রথম হ্যাটট্রিক। একটি করে গোল করলেন পেপে, গুয়েরেরো ও লিয়াও। সুইৎজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন আকাঞ্জি। শেষমেষ ৬-১ গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল।

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই অনবদ্য হ্যাটট্রিক ২১ বছরের রামোসের। ম্য়াচের শুরু থেকেই তাঁর দাপটে কাঁপতে থাকল সুইজারল্যান্ডের ডিফেন্স।

১৭ মিনিটের মাথায় গোল করে পর্তুগালকে এগিয়ে দেন গনসালো রামোস। ৩৩ মিনিট পরে গোল করেন পর্তুগালের পেপে। ৫১ মিনিটের মাথায় ফের গোল রামোসের। ৫৬ মিনিটের মাথায় আরেকটি গোল করেন রাফায়েল গুয়েরেরো। ৫৮ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন সুইৎজারল্যান্ডের আকাঞ্জি। ৬৭ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রামোস। অতিরিক্ত সময়ে পর্তুগালের ছ’নম্বর গোল করেন রাফায়েল লিয়াও।

অন্য দিকে, ৭৩ মিনিটের মাথায় রামোসের পরিবর্ত হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে নামলেন। ততক্ষণে যা করার করে ফেলেছেন রামোস। হ্য়াটট্রিক করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। ৫-১ এগিয়ে ছিল পর্তুগাল রোনাল্ডোকে নেমে কিছুই করতে হল না। তবে রোনাল্ডো নামার পরে আরও একটি গোল হল। আর সেই গোলটি রাফায়েল লিয়াওয়ের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.