প্রথম পাতা খেলা ম্যাঞ্চেস্টারে দুর্দান্ত লড়াই! জাডেজা-ওয়াশিংটনের সেঞ্চুরি, চতুর্থ টেস্টে ড্র করে সিরিজে টিকে রইল ভারত

ম্যাঞ্চেস্টারে দুর্দান্ত লড়াই! জাডেজা-ওয়াশিংটনের সেঞ্চুরি, চতুর্থ টেস্টে ড্র করে সিরিজে টিকে রইল ভারত

158 views
A+A-
Reset

রুদ্ধশ্বাস টেস্ট। এক সময় নিশ্চিত হার দেখতে পাওয়া ভারত শেষ পর্যন্ত সম্মানের সঙ্গে ম্যাচ বাঁচিয়ে ফেলল। রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের লড়াইয়ের সামনে হার মেনে ড্রয়ের প্রস্তাব দিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতের ইনিংস তখন ১৪৩ ওভার পেরিয়েছে, রানের পাহাড়ে চড়া ইংল্যান্ডের সামনে দাঁতে দাঁত চেপে ম্যাচ বাঁচালেন গিল-জাডেজারা।

চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল চাপে পড়ে গিয়েছিল মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে। ক্রিস ওকসের জোড়া ধাক্কায় সাজঘরে ফিরেছিলেন যশস্বী এবং সুদর্শন। এরপর শুরু হয় রাহুল-গিলের ধৈর্যের পরীক্ষা। রাহুল ৯০ ও গিল ১০৩ রান করে ফিরলেও ভারতীয় ইনিংসের মেরুদণ্ড হয়ে ওঠেন জাডেজা ও ওয়াশিংটন। একদিকে জাডেজা ছক্কা মেরে পূর্ণ করেন সেঞ্চুরি (১০৭), অন্যদিকে জীবনের প্রথম টেস্ট শতরান (১০১) করেন তরুণ ওয়াশিংটন সুন্দর।

ম্যাচের পঞ্চম দিন যখন ইংল্যান্ডের হাতে সময় ও সুযোগ দুই-ই ছিল, তখন ভারতের ইনিংস দাঁড়িয়ে ছিল ১৩৮ ওভারে। স্টোকস ড্রয়ের প্রস্তাব দেন, কিন্তু জাডেজা জানান তাঁরা আরও ব্যাট করতে চান। সেই আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলা এগোতে থাকে। অবশেষে ওয়াশিংটনের শতরান সম্পূর্ণ হওয়ার পর ড্র মেনে নেয় ভারত।

প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়েছিল ভারত। জবাবে ইংল্যান্ড করেছিল ৬৬৯ রান, লিড ছিল ৩১১ রানের। সেখান থেকে উঠে দাঁড়ানো এবং ম্যাচ বাঁচানো এক কথায় নৈতিক জয় ভারতীয় শিবিরের। ম্যাচ শেষে ভক্তদের মনে প্রশ্ন, জয় না এলেও এই লড়াই কি কম কিছু?

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.