প্রথম পাতা খেলা কোহলির বিরাট ইনিংস, বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

কোহলির বিরাট ইনিংস, বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

456 views
A+A-
Reset

বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে জয় পেল ভারত। অ্যাডিলেড বরাবরই বিরাট কোহলির পয়মন্ত মাঠ। পাশাপাশি, সমালোচকদের জবাব দিয়ে রানে ফিরলেন লোকেশ রাহুলও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বুধবার অ্যাডিলেডে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার কারণ বৃষ্টি। পরে ব্যাট করলে লক্ষ্য বুঝে এগনো যাবে। আর ভারতের লক্ষ্য ছিল বোর্ডে বড় রান তুলে বাংলাদেশকে চাপে ফেলা। প্রথমটা হল, দ্বিতীয়টা পুরোপুরি নয়।

ভারত প্রথমে ব্যাট করে ১৮৪ রান তোলে। লোকেশ রাহুল ৫০ রান করেন। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৬৪ রানে। ১৬ বলে ৩০ রান করেন সূর্যকুমার যাদব। হার্দিক পাণ্ড্য (৫), দীনেশ কার্তিক (৭), অক্ষর পটেল (৭) রান পাননি। বাংলাদেশের বোলারদের মধ্যে ৪৭ রানে তিন উইকেট হাসান মাহমুদের।

সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের জয়ের আশা বাড়িয়েছিলেন লিটন। তিনি ২৭ বলে ৬০ রান করে আউট হয়ে যান। বৃষ্টির জন্য এর পর বাংলাদেশের লক্ষ্য হয়ে যায় ১৬ ওভারে ১৫১ রান।

তবে অর্শদীপ সিংহ ১২তম ওভারে বল হাতে পেয়েই শাকিব (১৩) ও আফিফ (৩) উভয়কেই ফেরান। পরের ওভারে ফের জোড়া সাফল্য। ইয়াসির আলি (১) ও মোসাদ্দেক হোসেনকে (৬) সাজঘরে ফিরিয়ে দেন হার্দিক। ১০৮ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। নুরুল হাসান ২৫ ও তাসকিন আমেদ ১২ শেষ পর্যন্ত লড়াই চালান। কিন্তু শেষমেশ ১৪৫ রানেই শেষ হয়ে যায় শাকিবদের ইনিংস। ৫ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.