ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের মঞ্চে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ। বৃহস্পতিবার মুম্বইয়ে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচে খেলে প্রত্যেকটাতেই জিতেছে ভারত। আজ সাতে সাত করার লক্ষ্য।
মুখোমুখি সাক্ষাতে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের পাল্লাই ভারী। এখনও পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে মোট ১৬৭ ম্যাচ খেলেছে দুটো দল। তার মধ্যে ভারত ৯৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে শ্রীলঙ্কা জয় পেয়েছে মাত্র ৫৭ ম্যাচে।
একদিনের ক্রিকেট বিশ্বকাপের কথা যদি বলতে হয়, তাহলে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। ১৯৭৯ সালে শ্রীলঙ্কা ভারতকে হারিয়েছিল। এরপর ১৯৯৬ সালে শ্রীলঙ্কার কাছে হেরেই ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ফের শ্রীলঙ্কা ভারতকে হারায়। অন্যদিকে ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে পরাস্ত করেই খেতাব জয় করেছিল টিম ইন্ডিয়া।
চলতি টুর্নামেন্টে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সুযোগ ভারতের সামনে রয়েছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে শেষ তিনটে ম্যাচের মধ্যে যে কোনও একটায় জিততেই হবে। যদি বৃহস্পতিবার টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারে, তাহলে সেমিফাইনালের দরজা পাকাপাকিভাবে খুলে যাবে।
অন্য দিকে, শ্রীলঙ্কা এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। বাকি তিনটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হতে পারে ১০। যা সেমিফাইনালে যাওয়ার জন্য পর্যাপ্ত নাও হতে পারে।