প্রথম পাতা খেলা রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, মেলবোর্ন টেস্টে চাপের মুখে রোহিতরা

রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, মেলবোর্ন টেস্টে চাপের মুখে রোহিতরা

289 views
A+A-
Reset

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৪ রানের জবাবে যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি ভারতের প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন। তবে দিনের শেষে ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতেই। ভারত অধিনায়ক রোহিত শর্মার একাধিক ভুল এবং ব্যাটিং ব্যর্থতায় প্রবল চাপের মুখে দল।

যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ব্যাটিংয়ের পর, তাঁর আউট ভারতীয় শিবিরে ধাক্কা দেয়। বিরাট কোহলি, যিনি এতক্ষণ অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিচ্ছিলেন, যশস্বীর আউটের পর মনঃসংযোগ হারান। বোলান্ডের এক অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মাত্র ৩৬ রানে আউট হন। এরপর নৈশপ্রহরী হিসাবে নামানো আকাশ মাত্র ১৩ বল টিকে থাকেন।

নৈশপ্রহরী পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। দিনের ২৫ মিনিট বাকি থাকলেও বিশেষজ্ঞ ব্যাটারদের না পাঠিয়ে এই সিদ্ধান্ত কি আত্মবিশ্বাসের অভাব দেখায়? শেষ পর্যন্ত ঋষভ পন্থ (৬*) এবং রবীন্দ্র জাডেজা (৪*) ক্রিজে নেমে খেলা শেষ করেন।

ভারতীয় দল এই ম্যাচে এক জন ব্যাটার কম খেলানোর ঝুঁকি নিয়েছিল। দিনের শেষে ১৬৪ রানে ৫ উইকেট হারানো অবস্থায়, সেই কৌশল এবং রোহিতের নেতৃত্বের উপযুক্ততা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে ৩১০ রানে পিছিয়ে চাপে ভারত। ম্যাচের বাকি দিনগুলিতে ভারত কী ভাবে এই চাপ সামলায়, তা দেখার বিষয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.