প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয়। সেই আত্মবিশ্বাসে ভর করে লর্ডসে আরও দাপুটে শুরু করার কথা ছিল ভারতের। কিন্তু টস হারলেও শুভমান গিল প্রথমে বল করার সুযোগ পেলেও, ভারতীয় পেসাররা সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। বুমরাহ ফিরলেও ম্যাজিক দেখাতে ব্যর্থ। বরং প্রথম দিনের শেষে বড় রানের ভিত গড়ে ফেলেছে ইংল্যান্ড। ভারতের ব্যাটারদের উপর চাপ এখন তীব্র।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ঘণ্টায় ভারতীয় পেসাররা কিছুটা সুইং পেলেও জ্যাক ক্রলি ও বেন ডাকেট উইকেট না হারিয়েই ৪৪ রানে পৌঁছে যান। তারপরেই জলপানের বিরতির পরে বদলে যায় চিত্র। এক ওভারে দুটি উইকেট তুলে নেয় নীতীশ রেড্ডি। প্রথমে ডাকেট (২৩), এরপর ক্রলি (১৮) ফিরে যান।
তারপর পেস কমিয়ে সামলে খেলার রাস্তায় হাঁটেন জো রুট ও অলি পোপ। জাদেজা পোপকে (৪৪) ফিরিয়ে ব্রেক থামান। হ্যারি ব্রুককেও (১১) বোল্ড করেন বুমরাহ। তবে প্রথম দিন মোটের উপর ছন্দে পাওয়া যায়নি ভারতীয় পেস আক্রমণকে।
দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৫১/৪। অপরাজিত জো রুট (৯৯) ও স্টোকস (৩৯) রান করে মাঠ ছাড়েন। ভারত যদি শুক্রবার সকাল সকাল দ্রুত উইকেট তুলতে না পারে, তাহলে বড় রান তাড়া করতে হবে গিল-যশস্বীদের। তদুপরি পন্থ চোট পেয়ে মাঠ ছাড়ায় তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে।