প্রথম পাতা খেলা প্রথম দিনেই ২৩ উইকেট, ভারত-সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টে রেকর্ডের ছড়াছড়ি

প্রথম দিনেই ২৩ উইকেট, ভারত-সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টে রেকর্ডের ছড়াছড়ি

474 views
A+A-
Reset

কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকাকে মাত্র ৫৫ রানেই অলআউট করে ভারত। জবাবে ভারতের ইনিংস শেষ ১৫৩ রানে। প্রথম ইনিংসে ৯৮ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছে টিম ইন্ডিয়া।

৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। তাঁর সুবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল এলগারের দল। ভারতের বিরুদ্ধে আর কোনও টেস্ট খেলিয়ে দেশ এত কম রানে অল আউট হয়নি কখনও।

উল্লেখযোগ্য ভাবে, ভারত শেষ ৬ উইকেট হারিয়েছে শূন্য রানে। ভারতীয় দলের মোট সাত জন ব্যাটার কোনও রান করতে পারেননি। তাঁদের মধ্যে মুকেশ কুমার শুধু অপরাজিত থাকেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন নজির দ্বিতীয় নেই। এত কম রানে কখনও কোনও দল টেস্টে ৬ উইকেট হারায়নি এর আগে।

এ ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন মোট ২৩টি উইকেট পড়েছে। এর আগে সে দেশের মাটিতে কোনও টেস্ট ম্যাচের প্রথম দিনে এত উইকেট পড়েনি। ভেঙে গিয়েছে ১২৮ বছরের পুরনো রেকর্ড।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.