প্রথম পাতা খেলা আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা

আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা

631 views
A+A-
Reset

কলকাতা: প্রায় এক মাসের লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ১৩ বছর পর ভারতের সামনে আবার বিশ্বকাপ জেতার সুযোগ।

২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির ভারতকে হারতে হয় শ্রীলঙ্কার কাছে। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

এ বার টি-২০ বিশ্বকাপে দুই দলই দুরন্ত ছন্দে রয়েছে। দুই ফাইনালিস্ট ভারত এবং দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের শুরু থেকে এখনও পর্যন্ত অপরাজিত। এর আগে ২০ ওভারের বিশ্বকাপের ইতিহাসে এমনটা কখনও হয়নি। এই প্রথম বার ঘটল এমন ঘটনা। এমনকী, দুটি সেমিফাইনালেই লড়াই কার্যত একতরফা হয়। প্রোটিয়ারা হারায় দক্ষিণ আফ্রিকাকে। ভারত পরাস্ত করে ইংল্যান্ড। স্বাভাবিক ভাবে এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ এখন তুঙ্গে।

এ দিন ফাইনাল খেলা শুরু রাত ৮টা থেকে। টিভিতে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। মোবাইলে এই ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.