প্রথম পাতা খেলা ফের ব্যাটিং বিপর্যয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের প্রথম দিনেই বিপাকে ভারত

ফের ব্যাটিং বিপর্যয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের প্রথম দিনেই বিপাকে ভারত

212 views
A+A-
Reset

মুম্বইয়ে ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই বিপাকে পড়ল ভারতীয় দল। প্রথমে বল হাতে চমক দেখানোর পর ব্যাটিং ব্যর্থতায় ভুগে ভারতের স্কোর দাঁড়ায় ৮৬/৪। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিলেও ব্যাটিংয়ে ভারতের অবস্থাও নড়বড়ে হয়ে ওঠে।

রবীন্দ্র জাদেজা (৫/৬৫) ও ওয়াশিংটন সুন্দর (৪/৮১) নিউজিল্যান্ডকে চাপে ফেলতে সফল হলেও ভারতের ব্যাটিং আবারও দুর্বলতার প্রমাণ মিলল। মাত্র ২০ মিনিটের মধ্যেই তারা চার উইকেট হারিয়ে বসে। যশস্বী জয়সওয়ালের (৩০) অপ্রত্যাশিত রিভার্স স্লগ সুইপ দিয়ে শুরু হয় এই ব্যাটিং বিপর্যয়। মাত্র আট বলের মধ্যে তিন উইকেট হারায় ভারত।

জাদেজা নিজের টেস্ট কেরিয়ারের ১৪তম পাঁচ উইকেট নিয়ে ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে উঠেছেন, পিছনে ফেলেছেন জাহির খান ও ইশান্ত শর্মাকে। বর্তমানে জাদেজার সংগ্রহে রয়েছে ৩১৪ উইকেট। হরভজন সিংয়ের (৪১৭ উইকেট) ঠিক নিচে রয়েছেন তিনি।

ভারত এই সিরিজের প্রথম দুটি টেস্টেই পরাজিত হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে ম্যাচের প্রথম দিনের শেষে ভারত বেশ চাপে পড়ে গেল। বেঙ্গালুরুতে আট উইকেটে পরাজয় ও পুণেতে ১১৩ রানে পরাজয়ের পর, ভারতের ফাইনালে যাওয়ার স্বপ্ন এখন সংশয়ের মুখে।

বিরাট কোহলি (৪), পুণেতে প্রথম বলে আউট হয়ে যাওয়ার পর এদিন রান আউট হয়ে ভারতকে আরও চাপের মুখে ফেলে দেন। রোহিত শর্মা (১৮) ও দলের অন্য ব্যাটাররাও উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে ব্যর্থ হন।

যশস্বী ও শুভমান গিল (৩১ অপরাজিত) দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রান যোগ করলেও দিনের শেষে পরপর উইকেট হারানোয় ভারতের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.