প্রথম পাতা খেলা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে রইল ভারত

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে রইল ভারত

310 views
A+A-
Reset

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্যাচটি মোহালিতে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল শুক্রবার।

টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ভারত। ৫০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৭৬ রান। ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ২৮১ রান তুলে জয় পেল ভারত।

অস্ট্রেলিয়ার ব্যাটারদের কেউই বড় রান পেলেন না। তবে দলগত চেষ্টায় লড়াই করার মতো রান তুলল পাঁচ বারের বিশ্বজয়ীরা। ডেভিড ওয়ার্নার (৫২), স্টিভ স্মিথ (৪১), মার্নাস লাবুশেন (৩৯), ক্যামেরন গ্রিন (৩১), জশ ইংলিশেরা (৪৫) দলের ইনিংস এগিয়ে নিয়ে গেলেন। মার্কাস স্টোইনিসের ব্যাট থেকে এল ২৯ রান। ২১ রান করে অপরাজিত থাকলেন অধিনায়ক প্যাট কামিন্স।

২৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রুতুরাজের ব্যাট থেকে এল ৭৭ বলে ৭১ রানের ইনিংস। ১০টি চার মারলেন তিনি। ঘরের মাঠে শুভমন করলেন ৬৩ বলে ৭৪। ৬টি চার এবং ২টি ছক্কা মারলেন শুভমন। শ্রেয়স (৩), ঈশানদের (১৮) ব্যর্থতা চাপে ফেলে দেয় ভারতকে। সূর্যকুমার যাদবকে নিয়ে সেই চাপ সামলানোর চেষ্টা করেন রাহুল। তাঁদের জুটিতে উঠল ৮০ রান। ৪৯ বলে ৫০ রান করে শন অ্যাবটের বলে আউট হলেন সূর্য। রাহুল অপরাজিত থাকলেন ৬৩ বলে ৫৮ রান করে। জাডেজা অপরাজিত থাকলেন ৩ রান করে। পাঁচ উইকেট ঝুলিতে পুরে ম্যাচের সেরা হন মহম্মদ শামি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.