মঙ্গলবার প্রথমে ব্যাট করে ভারতীয় দল করে ৯ উইকেটে ১৩৭। জবাবে ৮ উইকেটে শ্রীলঙ্কাও করে ১৩৭ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে সুপার ওভারে জিতল টিম ইন্ডিয়া।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুভমন গিল (৩৭ বলে ৩৯) ছাড়া প্রথম সারির কোনও ব্যাটারই রান পেলেন না এ দিন। যশস্বী জয়সওয়াল (৯ বলে ১০), সঞ্জু স্যামসন (৪ বলে শূন্য), রিঙ্কু (২ বলে ১), সূর্যকুমার (৯ বলে ৮) পর পর আউট হয়ে যান। টানা দু’ম্যাচে কোনও রান করতে পারলেন না সঞ্জু। দলকে ভরসা দিতে পারেননি শিবম দুবেও (১৪ বলে ১৩) নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারতীয় দল। রিয়ান ১৮ বলে ২৬ রান করেন। ওয়াশিংটন করেন ১৮ বলে ২৫।
অন্যদিকে, প্রথম উইকেটের জুটিতে নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ৫৮ রান তোলেন। নিশাঙ্কা করেন ২৭ বলে ২৬ রান। কুশল ৩৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। একটা সময় ৩০ বলে ৩০ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। হাতে তখনও ৯ উইকেট! কার্যত, জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া করলেন শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। ম্যাচের ১৯ এবং ২০ তম ওভারে দু’জনেই ২ উইকেট করে নিয়ে ভারতকে অবিশ্বাস্য ভাবে লড়াইয়ে ফিরিয়ে আনেন রিঙ্কু সিংহ এবং সূর্যকুমার।
টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সূর্যকুমার বল দেন ওয়াশিংটন সুন্দরকে। সুপার ওভারের প্রথম বল ওয়াইড হলেও কুশল পেরেরা এবং পাথুম নিশাঙ্কাকে ওয়াশিংটন আউট করে দেন তিন বলে। ২ রান করে শ্রীলঙ্কা। প্রথম বলেই চার মেরে ভারতকে জয় এনে দেন সূর্যকুমার।
বলে রাখা ভালো, ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম সিরিজ জয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনটি ম্যাচই জিতে নিল ভারত।