প্রথম পাতা খেলা প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের উড়িয়ে জয় ভারতের

প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের উড়িয়ে জয় ভারতের

261 views
A+A-
Reset

প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪১ রানে পরাস্ত করল টিম ইন্ডিয়া। এই জয়ের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

প্রথম দিন থেকেই নড়বড়ে ঠেকছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে। প্রথম ইনিংসে তারা ১৫০ রানের মধ্যে অলআউট হয়ে যায়। এর জবাবে ভারত প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৪২১ রান করে। যশস্বী জয়সওয়ালের ১৭১ রান এবং বিরাট কোহলির ৭৬ রানের সাহায্যে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয়দিন ৪২১ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ভারতের কাছে ২৭১ রানের লিড ছিল। ভারতের হয়ে জয়সওয়াল ৩৮৭ বলে ১৭১ রান করেছেন। অন্যদিকে কোহলি ১৮২ বলে ৭৬ রান করেন। রবীন্দ্র জাদেজা ৩৭ রান করে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আরও একবার হতাশ করেন। গোটা দল মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায়।

দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে তাঁর ঝুলিতে ছিল পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই সাত উইকেট নিলেন অশ্বিন। জাডেজা নিলেন দু’টি এবং সিরাজ একটি।

অভিষেক টেস্ট খেলতে নামা যশস্বী একাই ওয়েস্ট ইন্ডিজের সেই রান টপকে যান। অনায়াসে ১৭১ রান করে যান তিনি। ম্যাচের সেরা অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.